প্রথমে এই বাড়ির নাম রাখা হয় উত্তরায়ণ। পরে যখন গুরুদেব মনস্থ করলেন যে শান্তিনিকেতনে ‘উত্তরায়ণ’ কোনো একটা বাড়ি হবে না, অনেকগুলো বাড়ি নিয়ে হবে তখন এই বাড়ির নাম রাখা হলো কোনার্ক। শান্তিনিকেতনের বাকি বাড়িগুলোর থেকে কোনার্ক সবদিক থেকেই আলাদা, প্রায় সারাবছর রবীন্দ্রনাথের পরশ লেগে থাকতো এই বাড়ির উঠোনে। আসুন, আজ পঁচিশে বৈশাখে সেইসব বাড়িগুলোর একবার…