তালপাতার সেপাই

দীর্ঘশ্বাসের ঝড়ে উড়িয়ে নিয়ে যাওয়া চাল
যখন আছড়ে পরে অন্য বাড়ির ছাদে
সেইখানে খুঁজো আমায়
বিধ্বস্ত, রক্তাক্ত –

একা এবং একা
যুঝতে চাওয়ার অদম্য মন
যখন কুড়ায় অজস্র তালপাতা
সেনাবাহিনী বানাবে বলে
শুকনো ডাল যেখানে অস্ত্র,
ঝড়ে যাওয়া পাতা সেখানে বর্ম
নতুন করে বাঁচার –

অশ্বত্থের ডালে আটকে থাকা টিন
পড়তে পড়তেও ঝুলে থাকে
একটা গোটা দিন –

আজ কি সেই দিন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.