Tale of 3K’s – Kurseong, Kalimpong & Kanchenjunga

পায়ের তলায় সর্ষে – এই প্রবাদ বাঙ্গালীর ক্ষেত্রে বহুলাংশে ব্যবহৃত। নতুন করে তাই বাঙ্গালকে হাইকোর্ট দেখানোর মানে হয় না। বেড়ানোর অদম্য ইচ্ছেশক্তি আর নতুনকে জানার আনন্দে আমরা বেড়িয়ে পড়ি মাঝে মাঝেই। কখনও বা আগে থেকে টিকিট কেটে, প্ল্যান করে আবার কখনও বা একেবারে শেষ মুহূর্তে। এবারের বেড়ানোটা বেশ কিছুটা আকস্মিক ভাবেই হল, প্রস্তাব এল আর…

শহর থেকে দূরে – টাকি

কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে, যেখান থেকে আর একটা দেশ সত্যিই যেন ঢিল ছোঁড়া দূরত্বে । অজানাকে জানার ইচ্ছেতে প্রায় ই চোখ চলে যায় নদীর ওপারে । হ্যাঁ, ঠিকই ধরেছেন – দূরের দেশটার নাম বাংলাদেশ, নদী ইচ্ছেমতি (ইছামতী) আর শহরের নাম হল টাকি । সেই ব্রিটিশ আমলের শহর, সাথে রাজবাড়ীর কথকতা এক মহমহী রূপ…