সোমেন ‘ছোড়দা’ মিত্র

সালটা 2000, মাস আগস্ট কি সেপ্টেম্বর; আজ আর মনে নেই। ডিটিপি আর ডিজাইনিং এর কাজের সূত্রে রোজই প্রায় কলেজ স্ট্রিট পাড়াতে যাতায়াত তখন। এবার যাওয়ার দরকার পড়লো একটু পাশে, আমহার্স্ট স্ট্রিটে। কোম্পানির নাম আজও মনে আছে, Global Advertising Pvt Ltd. ঠিকানা মিলিয়ে মিলিয়ে আর লোককে জিজ্ঞেস করে যখন পৌঁছলাম, শুনলাম ছোড়দার বাড়ির একতলাতে এই অফিস। প্রায় মাসখানেক গেছিলাম ওখানে, তখনকার যুব নেতা তাপস রায় আসতেন সব কাজ নিজে বসে থেকে কম্পোজ করাতে। বাড়ির মালিককে একদিন শুধু দেখেছিলাম সামনে থেকে, অফিসে ঢোকার মুখে। বিধায়ক তখন তিনি সম্ভবত, কিন্তু একা – কোনো গার্ডও নেই সাথে। পরে শুনেছি ‘সোমেন মিত্রর আবার কিছু লাগে নাকি?’

ততদিনে পাশের পাড়ার ফাটাকেষ্টর কালীপুজোর সাথে টক্করের কথা জেনে গিয়েছি। যত বছর গেছে দুটো পুজোরই জৌলুস তত কমেছে। কলকাতা বম্বের বিখ্যাত শিল্পীদের নিয়ে জলসা আসতে আসতে গল্পে পরিণত হচ্ছিল। তবু আজও, কলকাতার কালীপুজো বলতে যে চার পাঁচটা পুজোর নাম এক নিঃশ্বাসে মুখে আসে, সোমেন মিত্রর পুজো তার মধ্যে অন্যতম। পুজো তো চালু থাকবে, কিন্তু আসল মানুষটাই যে চলে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.