আবার এসো মা

বিষাদের সুর
আবহে না মুখমণ্ডলে?
নাকি বিচ্ছেদের যন্ত্রণায়?

স্বজন হারানো শোক স্তব্ধতা আনে
ঈশান আর নৈঋত্ কোণে একসাথে,
প্রদীপের আগুন জন্ম দেয় লেলিহান শিখার –
এক টুকরো মন দুমড়ে মুচড়ে
আটকে থাকে গলার মাঝে;
তবু কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে
আবার এসো মা –

আরো শক্তি নিয়ে সাথে, আরো সাহসে,
আরো বিনিদ্র রজনী কাটানোর দৃঢ়তায় –
আরো প্রতিবাদে, আরো চোখের জলে।

© SG_141024